Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৪
কর্মবণ্টন





উপপরিচালক, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকায় বিদ্যমান কর্মকর্তা-কর্মচারিদের কর্মবন্টন :

ক্রমিক নং অর্পিত দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 

কেন্দ্রিয় উপযুক্ত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে স্ব-স্ব অধিক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক প্রধান এবং রপ্তানি ও আমদানিতব্য মৎস্যপণ্যের মাননিয়ন্ত্রণ বিষয়ক সকল স্থাপনার কার্যাবলি তদারকি ও এ সম্পর্কিত দায়িত্ব পালন;

মোঃ আহসান হাসিব খান

উপপরিচালক 

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ ahasibkhan@gmail.com

মোবাইলঃ ০১৯৩৭-৭৭৭৩৩০

 

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ সংশিস্নষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও HACCP, হাইজিন-স্যানিটেশনসহ সার্বিক কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রম বাসত্মবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংক্রামত্ম সার্বিক বিষয় উন্নয়নে পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহন, বাস্তবায়ন এবং মনিটরিং এর দায়িত্ব পালন;

রপ্তানিতব্য পণ্যের নমুনা পরীক্ষনের (PET) জন্য নমুনা সংগ্রহকরণ, ল্যাবে নমুনা প্রেরণ, সংশিস্নষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয় সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফলে ফলো-আপ কার্যক্রম তদারকিকরণ;

NRCP বাস্তবায়নে পরিকল্পনা গ্রহন, নমুনা সংগ্রহকরণ, ল্যাবের নমুনা প্রেরণ, সংশ্লিষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয়সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফলে ফলো-আপ কার্যক্রম তদারকিকরণ;

ISO১৭০২০ অনুসারে পরিদর্শন সক্ষমতার এ্যাক্রিডিটেশন প্রাপ্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন;

দেশীয় ও আমত্মর্জাতিক সংস্থা এবং মৎস্য আমদানিকারক ও রপ্তানিকারক দেশের সাথে যোগাযোগ রক্ষা করা এবং এ সব সংস্থা/দেশ হতে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা।

 

দপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়ন সংশিস্নষ্ট সকল বিষয় এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংক্রামত্ম বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাসত্মবায়নে উপপরিচালককে দায়িত্ব পালনে সহায়তা প্রদান;

মোঃ মিজানুর রহমান

সিনিয়র সহকারী পরিচালক

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ migan১৯৭৬@gmail.com

মোবাইলঃ ০১৭১২৩৬৫০৯২

জনাব প্লাবন সরকার

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ plabon.sarkerbau@gmail.com

মোবাইলঃ ০১৯১৭-২৮৩৬৬৫

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ কারখানা, ভেসেল ও ভ্যালুচেইনে HACCP, হাইজিন-স্যানিটেশনসহ সার্বিক কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রম বাসত্মবায়নে উপপরিচালককে সহায়তা প্রদান এবং উপপরিচালকের নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন;

পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ সংশিস্নষ্ট জনবলের কারিগরি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচী প্রণয়ন, অনুমোদন গ্রহণ ও বাস্তবায়ন;

রপ্তানি ও আমদানিতব্য মৎস্যপণ্য হতে সংগৃহীত নমুনা পরীক্ষণের জন্য ল্যাবরেটরিতে প্রেরণের ব্যবস্থা গ্রহন এবং প্রাপ্ত ফলাফল উপস্থাপন;

পরিদর্শন কাজে নিয়োজিত পরিদর্শনকারী কর্মকর্তাদের কাজ তদারকিকরণ;

দপ্তরের সকল কার্যক্রমের রেকর্ড সংরক্ষন করা এবং পরিদর্শন সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্তের গোপনীয়তা রক্ষার ব্যবস্থাকরণ;

উপপরিচালকের অনুপস্থিতে অথবা তার নির্দেশনামতে রপ্তানিতব্য পণ্যের স্বাস্থ্যকরত্ব ও আনুসাংগিক সনদ স্বাক্ষর এবং প্রতিবেদন প্রতিস্বাক্ষর;

NRCP বাস্তবায়নে পরিকল্পনা গ্রহন, নমুনা সংগ্রহকরণ, ল্যাবে নমুনা প্রেরণ, সংশ্লিষ্ট পরীক্ষণ ল্যাবরেটরির সাথে সমন্বয় সাধন, নন-কমপ্লায়েন্স ফলাফল ফলোআপ কার্যক্রম পরিচালনায় উপপরিচালককে সহায়তা প্রদান করা।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুসারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, ভেসেল, ডিপো, মৎস্য অবতরণকেন্দ্র, সার্ভিস সেন্টার বরফকল প্রভৃতি স্থাপনা ও পণ্য পরিদর্শন, পণ্যের ভৌতমান পরীক্ষাকরণ ও কাগজপত্র যাচাই করা এবং অনুজীব ও রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহকরণ;

মোহাম্মদ আলমগীর

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ alamgirfiqc@gmail.com

মোবাইলঃ ০১৭১৭-১৭৯২১০

 

মেরিনা পারভীন

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ marina.parveen@yahoo.com

মোবাইলঃ ০১৭১৮-২৮১৮৮২

 

তানিয়া নূর

পরিদর্শক

মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দপ্তর

ই-মেইলঃ tanianoornira২৯@gmail.com

মোবাইলঃ ০১৭২২-৪৮৩৬৯৮

১০

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন ও বিধিমালা অনুসারে মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিচালনায় কারখানা কর্তৃপক্ষকে সহায়তা প্রদান;

১১

আন্তর্জাতিক মানের সাথে সংগতি রেখে HACCP, ISO ৯০০০, EN-৪৫০০০ অনুসারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা কর্তৃপক্ষকে মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদান;

১২

মৎস্য ও মৎস্য পণ্য আমদানিকারক ও রপ্তানিকারক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক জারীকৃত ডাইরেকটিভস, রেগুলেশন যথাযথভাবে প্রয়োগ করে মানসম্পন্ন মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদনে প্রক্রিয়াজাতকরণ কারখানা কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান;

১৩

মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, মৎস্য অবতরণ কেন্দ্র/সার্ভিস সেন্টার, ডিপোসমূহের স্বাস্থ্যসম্মত মান যাচাই করার লক্ষ্যে Swab টেস্ট-এর নমুনা, পানি ও বরফের নমুনা সংগ্রহকরণ;

১৩

NRCP/RMP এর আওতায় বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থের অবশিষ্টাংশের উপস্থিতি পরীক্ষার নিমিত্ত চিংড়ি, মাছ, মৎস্য খাদ্য ও মৎস্য খাদ্যের উপকরণের নমুনা সংগ্রহ করা।